এখন থেকে Telegram-ই File Scan করুন Bot এর সাহায্যে
আজকে যে Telegram BOT Review দিতে যচ্ছি তা হল @DrWebBot। এর বিভিন্ন কাজ ও অন্যন্য Details নিচে
আলোচনা করা হল।
বর্তমানে অনেকেই Telegram Use করছেন। এই Telegram এর অন্যতম Features হচ্ছে BOT। এর সাহায্যে অনেক জটিল কাজ সহজেই করে ফেলা যায়। ঠিক তেমনই @DrWebBot খুবই উপকারী একটা BOT। এর নাম শুনেই মোটামুটি বুজতে পেরেছেন Telegramএ File Scan করা এর কাজ, অর্থাৎ আপনি এই BOT ব্যবহার করে বিভিন্ন ধরনের File Scan করতে পারবেন।
ব্যবহার:- এই BOT এর সাহায্যে আপনি Telegram এ বিভিন্ন ধরনের File Scan করতে পারবেন। অনেকটা Antivirus এর মত কাজ করে এই BOT।
🎨 Telegram BOT টি যেভাবে Run করবেন :-
1) প্রথমে Telegram App এ Search করুন @DrWebBot
2. Start এ Click করুন
4. /help এ Click করে User manual জানতে পারবেন
5. যেকোন File ঐ Bot এ Send/Forward করলে তা সাথে সাথে Scan করে দিবে
এই ছিলো BOT এর পরিচয়, আশাকরি আপনার উপকারে আসবে। নতুন কিছু BOT নিয়ে হাজির হব next time।
:DEXTER:
[ad_2]
Source link
Comments
Post a Comment