Infinix এর সেরা বাজেট কিলার ফোন ৯,৯৯০ টাকায় ৪/৬৪ ।

[ad_1]

হাইলাইটস

infinix hot 9 play 6.82 ইঞ্চি এইচডি প্লাস স্ক্রিন সহ লঞ্চ হয়েছে । পিছনের ক্যামেরাটি ডুয়াল 13 এমপি + কিউভিজিএ লো-লাইট সেন্সর সহ ট্রিপল-এলইডি ফ্ল্যাশ, অটোফোকাস ইত্যাদি এবং ফুল এইচডি ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে। সামনের ক্যামেরাটি 8 এমপির। ইনফিনিক্স হট 9 প্লে তে 6000 এমএএইচ ব্যাটারি সহ 10W ফাস্ট চার্জিং থাকছে। এতে 2 / 4 জিবি র‌্যাম রয়েছে, 1.8 গিগাহার্টজ অক্টা-কোর সিপিইউ এবং পাওয়ারভিআর জিই 8320 জিপিইউ রয়েছে। এটি 12 (nm) MediaTek helio a25 চিপসেট দ্বারা চালিত। ডিভাইসটি 32 বা 64 অভ্যন্তরীণ স্টোরেজ এবং dedicated মাইক্রোএসডি স্লট সহ আসে। এই ফোনে একটি পিছনে মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

First Release:April 9, 2020
ColorsMidnight Black, Quetzal Cyan, Violet, Ocean Wave 
ConnectivityNetwork2G, 3G, 4GSIMDual Nano SIMWLAN✅ dual-band, Wi-Fi Direct, hotspotBluetooth✅ v5.0, A2DP, LEGPS✅, A-GPSRadio✅ FMUSBv2.0OTG✅USB Type-C✖  BodyStyleMinimal NotchMaterialGlass front, plastic bodyWater Resistance✖
Dimensions171.8 x 78 x 8.9 millimetersWeight209 grams 
DisplaySize6.82 inchesResolutionHD+ 720 x 1640 pixels (263 ppi)TechnologyIPS LCD TouchscreenProtection✖FeaturesMultitouch 
Back CameraResolutionDual 13 Megapixel + QVGAFeaturesAutofocus, triple-LED flash, low-light sensor & moreVideo RecordingFull HD (1080p) 
Front CameraResolution8 MegapixelFeaturesVideo RecordingFull HD (1080p) 
BatteryType and CapacityLithium-polymer 6000 mAh (non-removable)Fast Charging✅ 10W Fast Charging  PerformanceOperating
SystemAndroid 10ChipsetMediaTek Helio A25 (12 nm)RAM2 / 4 GB

ProcessorOcta-core, up to 1.8 GHzGPUPowerVR GE8320 

StorageROM32 / 64 GB (eMMC 5.1)MicroSD Slot✅ up to 256 GB (dedicated slot) 
ফোনটির প্রসেসর যদি একটু কমা তার পরেও মোটামুটি পারফরম্যান্স পাবেন। আমি একসাথে 4 থেকে 6 টার মত মাল্টিটাস্কিং করেছি কিন্তু এখনো কোন প্রকার বাগ পাইনি । প্রাইস হিসেবে ক্যামেরা টা অনেক ভাল ছিল । আমি আপনাদের সাজেস্ট করব 4 জিবি র্যামের ফোনটি কিনার জন্য 2gb র্যাম এ লো পারফরম্যান্স পাবেন ।

৯,৯৯০ টাকার সেরা বাজেট কিলার ফোন এটি ।।
আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, যদি পোস্টটি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টে একটি লাইক দিবেন, খোদা হাফেজ


[ad_2]
Source link

Comments

Popular posts from this blog

লিচু কেনার আগে, পাকা ও মিস্টি লিচু চেনার কিছু উপায় জেনে নিন।

আপনার Website Monitoring করুন Telegram BOT এর সাহায্যে

[ java hot game part 2] জাভা ইউজারদের জন্য নিয়ে আসলাম একেবারেই পাবজির মতো গেম