সফল ইউটিউবার হওয়ার জন্য ২ টি সেরা pdf বই (নতুনরা অবশ্যই পড়বেন)

[ad_1]

আপনি যদি একজন ইউটিউবার হতে চান তাহলে আপনাকে কিছু বিষয় শিখতে হবে, যেমন ধরুন কিভাবে চ্যালেল খুলবেন এবং প্রয়োজনীয় কিছু সেটিংস করে নিবেন। কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন। ভিডিও এডিটিং, এবং ইউটিউব প্লাটফর্মেছটিকে থাকতে ও একজন সফল ইউটিবার হতে যা যা শিখতে হবে তা মোটামুটি আপনি নিচের পিডিএফ বই দুটি পড়ে শিখতে পারবেন।

(১) ইউটিউবিং গাইড

বাংলা ভাষয় ইউটিউবিং শেখার শ্রেষ্ঠ একটি pdf হলো Youtubing Guide -Rofikul Ahsan.

বাংলা ভাষায় ইউটিউবিং শেখার জন্য তেমন ভালো কোনো বই পাওয়া যায়না বললেই হয়। ইউটিউবিং শেখার যে ভালো বই গুলো বাংলা ভাষায় রয়েছে সেগুলো হলো  সব হার্ডকপি সো পেইড।

আপনি যদি নতুন ইউটিউবিং করতে চান তাহলে আপনাকে এ টু জেড পথ দেখাবে ক্ষুদ্র একটি বই।যেমনঃ
 

১। ইউটিউব কাদের জন্য?

আপনি ইউটিউবিং করতে চাচ্ছেন কিন্তু আপনি জানেন না যে আসলে ইউটিউবিংটা আসলে কাদের জন্য, আপনি যদি না জেনে এ পথে আসেন তাহলে কখনোই সাফল্য অর্জন করতে পারবেন না।

২। ইউটিউবিং করতে কি কি লাগে?

অনেকেই মনে করেন ইউটিউবিং করতে হলে ল্যাপটপ, ডেস্কটপ, ক্যামেরা এবং ভালো মাইক্রোফোন না হলে ইউটিউবিং করে সফলতা অর্জন করা যাবেনা ।

ইউটিউবে যারা নতুন আসতে চায় তাদের মনে এমন প্রশ্ন আসা এবং চিন্তাভাবনা মাথায় আসা অস্বাভাবিক কিছু নয়।

৩। ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়, কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, কিভাবে কপিরাইট বিহীন অডিও এবং ভিডিও ডাউনলোড করে নিজ ভিডিওতে ব্যবহার করবেন, ইউটিউবের ভিডিও গুলো কিভাবে এসইও করবেন, কিভাবে সঠিকভাবে  ভিডিও আপলোড করবেন ইত্যাদি ইত্যাদি ।ইউটিউবিং গাইড pdf বইটির পড়ার পরে, আপনাকে ইউটিউবিং সম্পর্কিত কোনো সমস্যায় পড়লে কারো নিকটে আর যেতে হবেনা, এই বইটিতেই ইউটিউবিংয়ের খুটিনাটি সব সমস্যা গুলো কিভাবে সমাধান করবেন তা শিখিয়ে দিয়েছেন রফিকুল আহসান।

বইটির প্রতিটি স্টেপ বাই স্টেপ যদি স্কিনসট দিয়ে বোঝানো হতো তাহলে বইটি আরো সুন্দর হতো ।এরপরেও যা কিছু উনি লেখার মাধ্যমে স্টেপ বাই স্টেপ সুন্দর করে লিখে বুঝিয়েছেন তাতে কোনো নতুন ইউটিউবারের বুঝতে সমস্যা হবেনা, আশাকরি।

বইয়ের নামঃ ইউটিউবিং গাইড
বইয়ের লেখকঃ রফিকুল আহসান
পৃষ্ঠা সংখ্যাঃ ১৫০ টি।
বইয়ের ধরনঃ ইউটিউব
পিডিএফ সাইজঃ ৮ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ
Read Online / Download

(২) মিশন ইউটিউব

মিশন ইউটিউব বইটির নামটি একটু অন্যরকম লাগাটাই স্বাভাবিক।    এব বইয়ে লেখক খুবই সুন্দর করে ইউটিউবের প্রশ্ন গুলোর উত্তর দিয়েছেন।

একজন নতুন ইউটিউবারের জন্য বইটি খুবই প্রয়োজন।
ইউটিউব কি?
ইউটিউবে কিভাবে একটি চ্যানেল ক্রিয়েট করতে হয়?
কিভাবে ভিডিওতে থাম্বনাইল যুক্ত করতে হয়?
কিভাবে চ্যানেলকে ভেরিফায়েড করতে হয়?
কিভাবে ট্যাগ বসাতে হয়?
কিভাবে ভিডিও তৈরী করতে হয়?
কিভাবে চ্যানেলের জন্য কভার ফটো তৈরী করবেন মোবাইল দিয়েই তা সবকিছু এ বইয়ে লেখক এ হু জেড আলোচনা করেছেন।

আমার কাছে লেখকের প্রতিটি লেখাই ভালো লেগেছে, আমি নিজে বইটি সম্পুর্ন পড়েছি একটুও এড়িয়ে যাইনি।    কারন বইটি পড়তে খুবই ভালো লেগেছিলো, ধরুন বইটি পড়ার সময়ে আপনার মনে হবে আপনি মিষ্টি কোনো ট্যাবলেট চুষে খাচ্ছেন আর বাকি ট্যাবলেটগুলোও একসাথে খেয়ে ফেলতে মন চাইবে।

লেখক এ বইটি অর্থাৎ মিশন ইউটিউব বইটি গল্প আকারে লিখেছেন তাই স্টেপ বাই স্টেপ পড়তে ভালোই লাগে।

বইয়ের নামঃ মিশন ইউটিউব। 
বইয়ের লেখকঃ হৃদয় হোসেন রাব্বি । 
পৃষ্ঠা সংখ্যাঃ ৫৮ টি।
বইয়ের ধরনঃ ইউটিউবিং বই।
পিডিএফ সাইজঃ ৪১ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ
 Read Online / Download


[ad_2]
Source link

Comments

Popular posts from this blog

লিচু কেনার আগে, পাকা ও মিস্টি লিচু চেনার কিছু উপায় জেনে নিন।

আপনার Website Monitoring করুন Telegram BOT এর সাহায্যে

[ java hot game part 2] জাভা ইউজারদের জন্য নিয়ে আসলাম একেবারেই পাবজির মতো গেম